অগ্রসর রিপোর্ট : তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দিল্লি থেকে চেন্নাই যাওয়ার পথে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্সের ওই বিমানটি আবার দিল্লি ফিরে যায়।
আজ মঙ্গলবার সকালে চেন্নাই যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনের এক কর্মকর্তা আইএএনএসকে বলেন, যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় উড়োজাহাজটি ফেরত এসেছে। তবে (মেরামতের পর) এটি শিগগিরই আবার রওনা হবে।
নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ জয়ললিতার কার্ডিয়াক অ্যারেস্ট হলে রবিবার রাতে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখার পর সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে।
তার শেষকৃত্যে যোগ দিতে এরই মধ্যে তামিলনাড়ু পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
জয়ললিতা জয়ারামের মৃত্যুতে ভারতজুড়ে চলছে শোকার্ত সমর্থকদের মাতম। বর্ণাঢ্য এ রাজনীতিকের স্মরণে মঙ্গলবার ভারতজুড়ে ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তামিলনাড়ুতে ঘোষিত হয়েছে ৭ দিনের শোক।
জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) ‘আম্মা’র স্মরণে তাদের সব অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রেখেছে।