অনলাইন ডেস্ক- অনুবাদক অ্যাপ দিয়ে গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোরই সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ নামের অ্যাপটি গ্রাহককে ৫০টি ভাষায় অনুবাদের সেবা দেবে। মাইক্রোসফটের নতুন সেবাটি এসেছে মোবাইল ডিভাইস ও স্মার্টঘড়ির জন্য। নতুন অ্যাপটি উন্মোচনের মাধ্যমে মোবাইল ডিভাইস নিয়ে প্রতিষ্ঠানটির আগ্রহ পুনরায় প্রকাশ হলো বলে মন্তব্য করেছেন প্রযুক্তিবিদরা। খবর টেকটু।
সিনেটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্মার্টফোন, ট্যাবলেটের মতো যে সব ডিভাইস আইওএস ও অ্যান্ড্রয়েডে চালিত হয় এবং অ্যাপল ওয়াচ ও অ্যান্ড্রয়েড ওয়্যারে চালিত পরিধেয় ডিভাইসগুলোয় নতুন অ্যাপটি ব্যবহার করা যাবে। ভয়েজ বা টেক্সট উভয় মাধ্যমেই মাইক্রোসফট ট্রান্সলেটরে অনুবাদ করা যাবে। অন্যান্য অ্যাপ থেকে লেখা কপি করে এনেও এতে অনুবাদ করা সম্ভব। এরই মধ্যে মাইক্রোসফটের ডিভাইসে অনুবাদক সেবা চালু থাকলেও অন্যান্য অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের জন্য এই প্রথম অনুবাদক সেবা আনলো মার্কিন প্রতিষ্ঠানটি। বিং ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ফোন মোবাইল অপারেটিং সিস্টেম ও উইন্ডোজ ১০ ডেস্কটপ সফটওয়্যারে এ সেবা ব্যবহারের সুযোগ রয়েছে। এবার আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ চালু করার ফলে এর ব্যবহার অনেকাংশে বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন সেবাটির মাধ্যমে অনুবাদক অ্যাপ খাতে গুগলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে মাইক্রোসফট। একে অনেকটা গুগলের রাজ্যে মাইক্রোসফটের আধিপত্য বিস্তারের চেষ্টা হিসেবেও উল্লেখ করা যায়। গুগল আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে একই ধরণের অনুবাদক সেবা দিয়ে আসছে। মাইক্রোসফট ট্রান্সলেটরের মাধ্যমে গ্রাহক তার স্মার্টঘড়িতে সংশ্লিষ্ট যে কোনো ভাষা মুখে বললেই সঙ্গে সঙ্গে তার সঠিক উচ্চারণে অনুবাদ শুনতে পারবেন। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো মাইক্রোসফট যেখানে ৫০টি ভাষায় অনুবাদ সেবা চালু করেছে সেখানে গুগল দিচ্ছে মাত্র ২৭টি ভাষায়। এদিক দিয়ে মাইক্রোসফট অনেকাংশে এগিয়ে থাকবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।