গোলম রাসেল, ময়মনসিংহ প্রতিনিধি- এইচএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহে সেরা কলেজগুলো এবারও ভাল ফলাফল অর্জন করেছে।ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার মোট ৪৮ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২জন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার মোট ১ হাজার ১৭১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ১৬২ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯২ জন। সরকারী আনন্দ মোহন কলেজ থেকে এবার মোট ৭৬৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩৯ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৭৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৭১ জন তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন।
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার মোট ৬৫০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬১৬ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ থেকে এবার মোট ৬৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭০ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০০ জন। রয়েল মিডিয়া কলেজ থেকে এবার মোট ৪৩৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১০ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৯জন।