সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনে ৩৪ হাজার ৬০৯টি ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) রেজিস্ট্রেশন হয়েছে। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।তিনি রিটার্ন দাখিলসহ করদানে এভাবে ইতিবাচক সাড়া দেয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবছরের মধ্যে টিআইএনধারী বা করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত করার ঘোষণা দেন। সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি এনবিআর পৌঁছাতে পেরেছে। এবছর প্রায় ১০ লাখ নতুন টিআইএনধারী বা করদাতার সংখ্যা নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।