অগ্রসর রিপোর্ট : চলতি মাসেই অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে উল্লেখিত সময়ের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তথ্য মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়। একই সাথে ইলেক্ট্রনিক মাধ্যমের কর্মীদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।