এম নজরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি- বগুড়ায় কলেজ ছাত্র সঞ্জিবকে (২১) হাত-পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকা-টি ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে কলেজ ছাত্রের লাশ বগুড়া শহরের অদূরে পালশা এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখে।
রবিবার সকাল সাড়ে ৯টায় রেলওয়ে পুলিশ লোকমুখে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জিব বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্স বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিতপুর গ্রামে। সঞ্জিব আজিজুল হক কলেজ সংলগ্ন কামারগাড়ি এলাকায় একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতো। রবিবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনের নীচে একটি খালের পাশে হাত-পা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রেলওয়ে থানার অধিনে হওয়ায় রেলওয়ে বোনারপাড়া থানা (জিআরপি) পুলিশ লাশটি উদ্ধার করে।
এ প্রসঙ্গে বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) হারুন উর রশিদ জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা শনিবার রাতের যে কোন সময় সঞ্জিবকে অন্য কোথাও হত্যা করে লাশটি রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে। তবে রেলে কেটে মারা যাওয়ার কোন আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি। এছাড়াও দেহ থেকে বিচ্ছিন্ন করা হাত-পা এখনও উদ্ধার করা যায়নি।