আজ বুধবার দুপুরে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেলা সোয়া ৩টায় এ বৈঠক শুরু হয়ে ৪টার দিকে তা শেষ হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কামরুল হাসান বলেন, ‘আমরা আমাদের চরম উদ্বেগের কথা তাদের জানিয়েছি । দাবি করেছি, মিয়ানমারের লোকজন যাতে ফেরত যেতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার। এ ব্যাপারে মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক পত্র তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান কামনা করেছে বাংলাদেশ।’
মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান বৈঠকে কী বলেছেন জানতে চাইলে কামরুল হাসান জানান, তিনি বরাবরের মতোই বলেছেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচারের এসব খবর বানানো।
এর আগে আজ বুধবার সকালে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দুদেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।