অগ্রসর রিপোর্ট : চীনের বেইজিং-কুনমিং মহাসড়কে এক দুর্ঘটনায় ৫৬টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল প্রায় ৯টার দিকে শ্যাংসি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
ঘন কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দুর্ঘটনায় পড়া এক চালক জানিয়েছেন, ঘন কুয়াশার মধ্যে তিনি ধীরগতিতে গাড়ি চালাচ্ছিলেন, একটি টানেল পার হয়ে সামনে এগিয়ে তিনি দেখতে পান, দুটি গাড়ি আড়াআড়ি দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে আছে, তাই তিনি ব্রেক কষেন।
কিন্তু তার গাড়িটি পিছলে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি দুটিকে আঘাত করে।
দুর্ঘটনার আগে থেকে তুষারপাত ও বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছে সিনহুয়া। দুর্ঘটনায় পড়া গাড়িগুলোর সামনের দিকে আগুন ধরে গিয়েছিল বলে সিসিটিভিকে জানিয়েছেন এক দমকল কর্মী।
শ্যাংসি ট্র্যাফিক কন্ট্রোল সেন্টার জানিয়েছে, দুর্ঘটনার ২৪ ঘন্টা পরও মহাসড়কটি বন্ধ হয়ে আছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।