বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করার জন্য এডভোকেট ক্লার্কদের বার বার নির্দেশ দেয়া সত্ত্বেও তাদের অধিকাংশ ক্লার্ক এ নির্দেশ পালন করছেন না। ১৭ নভেম্বর থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান ছাড়া সুপ্রিমকোর্ট অঙ্গন ও শাখাগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নির্দেশনা যেন কার্যকর হয়, সেজন্য কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদেরকে তা নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও দেশের প্রতিটি আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করেছে। ঢাকা আইনজীবী সমিতি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে সরেজমিন দেখা গেছে, বার নেতৃবৃন্দ প্রতিদিন এ বিষয়টি মনিটরিং করছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট কাইমুল হক রিংকু বলেন, দেশের প্রতিটি আইনজীবী সমিতির জন্য শিক্ষানবীশ আইনজীবীদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। বার গুলোতে শৃংখলা প্রতিষ্ঠা ও দালালমুক্ত করতেই এ পদক্ষেপ নিয়েছে বার কাউন্সিল।