অগ্রসর রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ভারতের ত্রিশুরে অনুষ্ঠিতব্য ‘মার্জিনালাইজেশন, পভার্টি অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ১৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা এ কথা বলা হয়।
এতে জানানো হয়েছে, এই সফরে তিনি বিশ^ব্যাংক সাহায্যপুষ্ট পশ্চিমবঙ্গের এলজিএসপি প্রজেক্টের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য,এ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী ৫-সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্য সদস্যগণ হচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) মহাপরিচালক মুস্তফা কামাল হায়দার, এলজিএসপি-২ এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াহ্-ইয়া-ভূঞা এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইবরাহিম।
মন্ত্রীর আগামী ২২ নভেম্বর দেশে ফিরার কথা রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।