এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার জানান- মঙ্গলবার দুপুরে স্টার কাবাব, বনানী, ঢাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরী ও পরিবেশন করায় ব্যবস্থাপক মোঃ আঃ রব সেলিমকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং লেড ভিউ রেক্রিএশন ক্লাব, গুলশান-১ এ একই অপরাধে ব্যবস্থাপক হেমায়েত উদ্দিনকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
এছাড়াও আজ দুপুরে ডিআইটি রোড, রামপুরায় মিঠাই স্বাদে ঐতিহ্য, অস্বাস্থ্যকর খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক নাদিয়া মাহবুব শশীকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ইউনিক ডিপার্টমেন্টাল স্টোর খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
এর আগে গতকাল সোমবার দুপুরে শান্তিনগর, নিউ বেলী রোডে বিএসটিআই অনুমোদনহীন পণ্য যেমন- TRESemme, Palmolive, PERT, Hydrating, Head & Shoulders, Dove, Pantene, New Clear Shampoo, johnsons Cream, E45 Cream, jergens Face Cream ইত্যাদি পণ্য মজুদ ও বিক্রয় করায় আমাজিং ডিসকাউন্ট-এর ব্যবস্থাপক বাদশা আলমগীরকে ৩০ হাজার টাকা জরিমানা, ষ্টার ডাস্ট’র ব্যবস্থাপক কবির হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা এবং স্টার ওয়াল্ড’র ব্যবস্থাপক হারুনুর রশিদকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত-ই-জাহান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।