অগ্রসর রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি-মুন মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আশু করণীয় অনুধাবন করবেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার হুমকি থেকে ‘সরে’ আসবেন। বান কি-মুন মারাকেশে জাতিসংঘের জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের কপ-২২ বৈঠকে বক্তৃতা করার আগে সাংবাদিকদের বলেন, আমি আমাদের প্রত্যাশার কথা সবিস্তারে ব্যাখা করেছি এবং আমাদের আশা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি শুনবেন ও অনুধাবন করবেন। তিনি বলেন, ‘আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি এটি অনুধাবন করবেন, শুনবেন এবং তার নির্বাচনী প্রচারণাকালীন করা মন্তব্য থেকে সরে আসবেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।