আজ মঙ্গলবার সকালে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন তারা। সকাল থেকে সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া টিএসসি মোড় থেকে শাহবাগ আসার রাস্তাটির বন্ধ করে দেয়া হয়েছে। চলাচল বন্ধ করতে টিএসটি মোডে রাস্তার ওপর পুলিশের একটি ভ্যানগাড়ি ও হলুদ ট্যাক্সিক্যাপ দাঁড় করিয়ে রাখা হয়েছে।
শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দেয়া হচ্ছে, ছয়টি দাবি পূরণে সরকারের কোেেনা মন্ত্রী যদি ঘটনাস্থলে এসে তাদের আশ্বস্ত করে তবেই তারা অবরোধ তুলে নেবে।
সমাবেশস্থলে উপস্থিত হয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে সরকার ও প্রশাসনকে যে ম্যাসেস দিতে চেয়েছিলাম সেটি আশা করি তাদের কাছে পৌঁছেছে। যার ফলশ্রুতিতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনা না ঘটার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি দল এ নিয়ে উষ্মা প্রকাশ করেছে।
এর আগে গত শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় ঘটনার ইন্ধনদাতা, হামলাকারীদের বিচার এবং মৎস্য ও প্রাণিসম্পদওমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। ওই আল্টিমেটাম শেষ আজ আবার সড়ক অবরোধ করা হলো।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যুবকের বিরুদ্ধে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে তাণ্ডব চালায় স্থানীয় দুর্বৃত্তেরা।
[youtube https://www.youtube.com/watch?v=93YK9D1JDQI]