১৯৭১ সালের অক্টোবরের শেষ দিকে ঘোলসা গ্রাম থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)এর নেতা হরেন্দ্রলাল দাস ওরফে হরিদাস, মতিলালদাস, নগেন্দ্র কুমার দাস এবং শ্রীনিবাস দাসকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নির্যাতন করা হয়। ২২ মে জুরী বাজারের বধ্যভুমিতে কয়েকজনের লাশ পাওয়া যায়।
দ্বিতীয় অভিযোগ
১৯৭১ সালের অক্টোবরের শেষ দিকে বিওসী কেছরীগুল গ্রামের সাফিয়া খাতুন ও আব্দুল খালেককে অপহরণ করে নির্যাতন।
তৃতীয় অভিযোগ
পাখিয়ালা গ্রামের মুক্তিযোদ্ধা মঈন কমান্ডারের বাড়িতে হামলা করে মালামাল লুট এবং অনেককে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন।
চতুর্থ অভিযোগ
হিনাইনগর গ্রামে মুক্তিযোদ্ধা স্তকিন কমান্ডারের বাড়িতে হামলা করে। তাকে না পেয়ে তার ভাই মতছিন আলীকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নির্যাতন।
পঞ্চম অভিযোগ
১৯৭১ সালের ১৭ নভেম্বর ডিমাই বাজার হতে মুক্তিযোদ্ধা মনির আলী ও তার স্ত্রীকে ধরে নিয়ে কেরামতনগর টি-গার্ডেন রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন।