তিনি আরও বলেন, ‘পুলিশের ব্যাপারে অনেক অভিযোগ পাওয়া যায়, এটা দীর্ঘ দিনের অভিযোগ। এজন্য আমরা সরকারকে সুপারিশ করেছি, পুলিশের কার্যক্রম মনিটরিং করতে একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠন করতে। তা করতে পারলে পুলিশ আরো জনবান্ধব হবে এবং মানুষ অধিক সেবা পাবে।’
প্রত্যেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির একটি করে নথি থাকা দরকার বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের প্রতিটি উপার্জনক্ষম ব্যক্তির কর দেওয়া উচিত। যদি কর ফাইল থাকে তাহলে সম্পদের হিসেবে সহজে নেওয়া সম্ভব। এতে দুর্নীতি দমন করাও সম্ভব হবে।’
দুদকের গ্রেপ্তারের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘ব্যাংকের কোনো কর্মকর্তা আতঙ্কে নেই। যারা ঋণ দেবেন এবং যারা নেবেন উভয় পক্ষকে আইন-কানুন মেনে কাজ করতে হবে।’ গ্রেপ্তার মূল উদ্দেশ্যে নয়, জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য অভিযুক্তকে আদালতে সোপর্দ করা। ইতিমধ্যে দুর্নীতির মামলায় যারা আসামি তারা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের সব বন্দরে আসামির পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’