ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দেয়ার শেষ সময় ৪ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর শনিবার বিকেল ৫টা, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টা, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ১৬ নভেম্বর বুধবার বিকেল ৫টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২১ নভেম্বর সোমবার বিকেল ৫টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা এবং ভোটগ্রহণ ৩০ নভেম্বর বুধবার।
ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিআরইউ কার্যালয় থেকে ৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয়ে রাখা বাক্সে জমা দিতে হবে। প্রতিসেট ভোটার তালিকা ১০০ টাকার বিনিময়ে মনোনয়ন পত্র কেনার সময়ে সংগ্রহ করা যাবে।
যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো- সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কল্যাণ সম্পাদক (প্রতিটি পদে একজন করে)। কার্যনির্বাহী সদস্য ৭ জন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।