সদস্য সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনদেশের উপযোগী এবং সোনার বাংলা বিনির্মাণে একটি গণমুখী ও সেবাধর্মী পুলিশ বাহিনী গড়ার স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পাদনের প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহে ২০০০ সালের ৩০ নভেম্বর কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ এর সিনিয়র কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কলেজের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কাজ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় মধ্যম পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের (এএসপি হতে এসপি) জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ চালুকরণ, আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা পুলিশ প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় ও একডেমীর সাথে সমঝোতা স্মারক সম্পাদন, কলেজের আইন সংশোধন, প্রশিক্ষণ ভাতা, উন্নয়ন কার্যক্রম, অতিথি বক্তাদের সম্মানি ও প্রশিক্ষণার্থীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।