সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়। সভায় জানানো হয় ৯ম ও ১০ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রীর দেয়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীনে মোট ৪টি প্রতিশ্রুতির মধ্যে ১টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং পদ্মা সেতুসহ অবশিষ্ট মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে।
বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়। এতে জানানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় ২০১৬-১৭ অর্থবছরের গত সেপ্টেম্বর পর্যন্ত এডিপিভুক্ত ১২৫ টি প্রকল্পের অগ্রগতি ৪.৩৩ শতাংশ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য কেবল একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার এবং প্রকল্প গ্রহনকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যায় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করার সুপারিশ করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।