
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মোঃ সেলিম রেজা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র অধ্যক্ষ প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা।
চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিএমইটির উপ-পরিচালক দেওয়ান মোঃ নজমুল হক। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আলী আকবর, উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং নারায়নগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ হোসনে আরা বেগম (বাবলি)। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোঃ সহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষকবৃন্দ তাদের নানাবিধ কার্যক্রম এবং সমস্যা ও তার সমাধানের কথা তুলে ধরেন। নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষকের কোন বিকল্প নেই। দক্ষ প্রশিক্ষণার্থী গড়ে তোলার লক্ষ্যে কারিগরি প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।