তিনি বলেন, জনগণের বিপুল ম্যানডেট নিয়ে ২০০৯ সালে আমরা আওয়ামী লীগ সরকার গঠন করি। সরকার গঠন করার পর বিএনপি-জামায়াতে সর্বোচ্চ লুটপাটের চিহ্ন মুছে ফেলে উন্নয়নের এক মহাপরিকল্পনা গ্রহণ করি। এই মহাপরিকল্পনার বাস্তবায়নে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একত্রিত করে একক মন্ত্রণালয় গঠন করি।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় আজ দেশের প্রায় প্রতিটি জেলা সাইবার অপটিক ক্যাবলের আওতায় এসেছে। ইতিমধ্যেই প্রায় সব উপজেলায় থ্রি-জি পৌঁছে গেছে। আগামী ২০১৭ সালের মধ্যেই ফোর-জি চালু হয়ে যাবে। দেশে আজ প্রায় ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ৬ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটিতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। যাতে কেউ ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ করতে না পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে। তাই আমরা সাইবার অ্যাক্ট ২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি।