আজ রবিবার দুপুরে শেখ হাসিনা ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় পৌঁছানোর পরপরই মোদির ওই টুইট আসে।
সেখানে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’
শনিবার গোয়ায় শুরু হওয়া অষ্টম ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন এই জোটের সদস্য দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর বিসমটেকভুক্ত দেশগুলোর মধ্েয বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী অং সান সু চি ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে অংশ নিচ্ছেন।
আউটরিচ সামিটে অংশ নেয়ার পর রাতে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্েয দ্বিপক্ষীয় বৈঠক হওয়ারও কথা রয়েছে।
দুই সরকারই বলে আসছে, মোদির ভারত সরকার এবং হাসিনার বাংলাদেশ সরকারের সময়ে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।