রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংক অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল-এ রেমিটেন্স আসে ৩০৮ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি বিশেষায়িত ব্যাংকে আসে ১১ মিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী বাংলাদেশীরা বিদেশী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১০ দশমিক ৯৪ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়। প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে রেমিটেন্স আসে ২৫২ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে আসে ৪৮ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১৩ দশমিক ৯০ মিলিয়ন ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৮৩ দশমিক ১৮ মিলিয়ন, রূপালী ব্যাংকের মাধ্যমে ১৮ দশমিক ৬৯ মিলিয়ন ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ৯৩ দশমিক শূন্য ৯ মিলিয়ন ডলার রেমিটেন্স আসে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।