শুক্রবার বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মার্ক টোনারের বক্তব্যেও অডিও টেপের প্রতিধ্বনি শোনা গেছে। মার্ক টোনার বলেছেন, “পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছু হুমকিমূলক কথাও শোনা যাচ্ছে।” মার্কিন এই কর্মকর্তা পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন পরমাণু সক্ষম দেশগুলোর জন্য এ ধরণের কথাকে প্রশ্রয় দেয়া উচিত নয়। তিনি বলেন,পরমাণু শক্তিধর দেশগুলোর স্পষ্ট দায়িত্ব হচ্ছে- পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়ে সংযমী হওয়া।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।