অগ্রসর রিপোর্ট:গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে এই আগুন লাগে বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টের সঙ্গে লাগোয়া যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ধামরাই, সাভার, কালিয়াকৈর ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রমিকরাও আগুন নেভানোর কাজ করছেন।
যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্টের কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানান, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের পালায় কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।