অনলাইন ডেস্ক- ইন্টারনেটে গ্রাহক তথ্যের নিরাপত্তা বাড়াতে অনলাইন পুলিশ স্টেশন চালুর পরিকল্পনা করছে চীন সরকার। গুরুত্বপূর্ণ সাইটের সঙ্গে যুক্ত এ স্টেশনগুলো সাইবার হামলার সম্ভাবনা, হামলার পরবর্তী তদন্ত নিয়ে কাজ করবে। সাইবার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বের ভিত্তিতেই এ অনলাইন পুলিশ স্টেশন চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর পিটিআই।
‘বিভিন্ন ওয়েবসাইট আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে কিনা তা দেখাশোনা করবে অনলাইন পুলিশ। এ বাহিনী অনলাইনের বিভিন্ন অবৈধ কার্যক্রমে নজরদারি করবে এবং সে অনুযায়ী উদ্যোগ নেবে’, বলেন চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চেন ঝিমিন। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে তিনি আরো বলেন, ‘সাইবার হামলা, আগ্রাসী বার্তা লেনদেন, জালিয়াতি, আইডেনটিটি থেফট ছাড়াও অনলাইনে জুয়া, মাদক ও পর্নোগ্রাফির মতো বিষয় নিয়ন্ত্রণের যুদ্ধটা খুব সহজ হবে না।’
সম্প্রতি সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, এ পুলিশ স্টেশনগুলো বিভিন্ন ওয়েবসাইটকে তাদের দুর্বলতা সম্পর্কে অবগত করবে। এতে তারা নিজেদের সাইবার হামলা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ পাবে। ঝিমিনের মতে, প্রতিটি প্রতিষ্ঠানেরই উচিত নিজেদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের এমন কোনো তথ্য সবার সামনে আনা উচিত হবে না যা অপরাধের সূত্রপাত করে। বিশ্বের বড় দেশগুলো নিয়মিতই এতে অপরের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ আনছে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে। সাইবার হামলা থেকে নিজেদের প্রতিষ্ঠানগুলো নিরাপদ রাখতেই চীন নতুন এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সরকারী কর্মকর্তার তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। চীন এ হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। আর সাইবার অপরাধীদের জবাব দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কায় অনলাইন পুলিশ স্টেশন চালুর মতো উদ্যোগ নিচ্ছে চীন। তবে কবে নাগাদ এ পুলিশ স্টেশন চালু হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ক্রমবর্ধমান সাইবার হামলার দিকে লক্ষ্য রেখে শিগগিরই দেশটির কর্তৃপক্ষ এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।