অগ্রসর রিপোর্টঃ ভারতে ট্রেনের ছাদ কেটে ডাকাতদের একটি দল নগদ সাড়ে সাত লাখেরও বেশি মার্কিন ডলার লুট করে নিয়ে গেছে। ট্রেনটি ভারতের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ এই ঘটনা ঘটে।
বুধবার পুলিশ একথা জানিয়েছে।
তিনশ’ কিলোমিটারের বেশি দীর্ঘ এই যাত্রার কোন এক স্থানে দুর্ধর্ষ এই ঘটনাটি ঘটে। কয়েক ঘন্টা পর ট্রেনটি চেন্নাই পৌঁছানোর পর পুলিশ এ সম্পর্কে জানতে পারে।
ট্রেনটি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ৩শ ৪০ কোটি (৫কোটি ১০ লাখ মার্কিন ডলার) ভারতীয় রুপী বহন করছিল।
অর্থগুলো যে কম্পার্টমেন্টে রাখা হয়েছিল তার পাশের কামরায় সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৬ থেকে ৮ জন ডাকাত ট্রেনটির ছাদে ৪ বর্গফুটের একটি ছিদ্র করে কিছু অর্থ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ডাকাতরা চলন্ত ট্রেনের ছাদে লাফ দিয়ে নেমে এই দুর্ধর্ষ চুরি করে।
নিখোঁজ অর্থের সন্ধানে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার সকালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারা চুরির বিষয়টি জানতে পারে। এ সময় তারা কম্পার্টমেন্ট থেকে অর্থগুলো নামাতে যাচ্ছিল।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।