অগ্রসর রিপোর্টঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
তিনি বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হওয়ার পেছনে বেগম মুজিবের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সোমবার বিকেলে নগরীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনাসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাদেক খান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সসংসদের সদস্য এস এম কামাল হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।