অগ্রসর রিপোর্টঃ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জনগণের হয়রানি দূর করার লক্ষ্যে ভূমিনীতি প্রণয়ন করা হচ্ছে। এ নীতিতে জনস্বার্থকে প্রাধান্য দেয়া হবে।
ভূমি প্রতিমন্ত্রী আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্ট্রাংদেনিং এক্সসেস টু ল্যান্ড এক্সসেস টু ল্যান্ড প্রপার্টিজ রাইটস ফর অল সিটিজেনস অব বাংলাদেশ’ কর্তৃক জাতীয় ভূমি নীতিমালা (খসড়া) প্রণয়নে একদিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, স্ট্যাদেনিং এক্সসেস টু ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের জাতীয় প্রকল্প পরিচালক শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিয়নের এম্বাসেডর ও হেড অব ডেলিগেশন পিয়েরে মিয়েডন বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, বাংলাদেশের ৩টি এলাকা বরগুনার আমতলি, রাজশাহীর মোহনপুর ও জামালপুর সদর উপজেলায় ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট কাজ করছে।
তিনি বলেন,ইতোমধ্যে যশোরের মনিরামপুর ডিজিটাল কাজ সম্পন্ন হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে এ প্রকল্প সারাদেশে জাতীয় পর্যায়ে কানেকটিভিটি হবে। ঘরে বসেই জমির আপডেট জানা যাবে।
মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে জনস্বার্থে নীতিমালা সংযেজন, পরিমার্জন হতে পারে।
তিনি বলেন, কৃষি ও অকৃষি জমির সিলিং নির্ধারণ করা এবং নীতিমালায় সুস্পষ্টভাবে পাহাড়, নদী, জলাশয়, বনায়ন ও জীববৈচিত্রের অক্ষত অবস্থায় রাখা জরুরি। নীতিমালায় দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী কৌশল এর উল্লেখ থাকতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রাংদেনিং এক্সসেস টু ল্যান্ড এন্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেনস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের একটি উল্লেখযোগ্য কম্পোনেন্ট হিসেবে “খসড়া জাতীয় ভূমিনীতি” প্রণয়ন করা হয়েছে।
এই নীতির মূখ্য উদ্দেশ্য হলো উক্ত প্রকল্পের আওতায় প্রণীত ডিজিটাল ভূমি রেকর্ড ও জরিপ, ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতির বাস্তবায়নসহ দেশের মূল্যবান ভূ-সম্পদের সার্বিক ব্যবস্থাপনায় সঠিক দিক নির্দেশনা প্রদান করা।
খসড়া জাতীয় ভূমিনীতিটি চূড়ান্ত করার পূর্বে ভূমি প্রশাসন, ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনার সাথে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গের মূল্যবান পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।