আজ বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই দলের প্রভাবশালী নেতা মোসাদ্দেক আলী ফালু ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
শনিবার বিকেলে বার্তা বাহক মারফত তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় এ পদত্যাগ পত্রটি পাঠিয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম তা গ্রহণ করেছেন।
দলীয় কার্যালয়ে সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিকেলে ছিলেন না। ফালুর বার্তা বাহক তার সঙ্গে অন্য একটা জায়গায় দেখা করে পদত্যাগ পত্র দিতে গেলে টিপু তা গ্রহনে অপরাগতা জানান। এক পর্যায়ে তিনি ফোন করেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে। শিমুল বিশ্বাস তাকে ফালুর পদত্যাগ পত্র গ্রহণ করতে নিষেধ করেন।
জানা গেছে, মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ পত্রে শারিরীক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। টিপুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই