জার্মানির মিউনিখের একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে। একাধিক বন্দুকধারী সেখানে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিউনিখ অলিম্পিয়া নামে পরিচিত শপিংমলে গুলিবর্ষণের খবর পায় পুলিশ।
এরপর শপিংমলটি ঘিরে রেখে অভিযান শুরু করে বিশেষ বাহিনী। প্রতিবেদন লেখা পর্যন্ত এ অভিযান চলছিল।
জার্মানির সুইডয়েচে সাইটং পত্রিকার বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
জার্মান টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
তবে দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তিনজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছে বলেও ধারণা তাদের।
শপিংমলের এক কর্মী টেলিফোনে বলেন, ‘ওই এলাকায় তাদের অনেক সহকর্মী এখনও লুকিয়ে রয়েছেন। এখানে অনেক গুলি হয়েছে। কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না।’
এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে। জনগণকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক আফগান কিশোর। পরে পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়।