রংপুর নগরীর কলেজ রোডস্থ আনন্দময়ী সেবাশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি এবং ২০ হাজার টাকা চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
সোমবার সকালে মন্দিরের দরজা খুললে হলুদ খামে ভরা চিঠিটি পান মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত। বিজয় নগরীর শালবন বোতলা এলাকার বিপিন চক্রবর্তীর ছেলে।
হলুদখামে ভরা চিঠিতে বলা হয়েছে ‘বিজেদ পুরুহিদ যথাসমভব তের সময় সেছ, বেসি সমে নেই, বাছ চালেই সাধন, বিশ হাজার টাকা দে তা না হলে সেছ’।
এ প্রসঙ্গে পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, সোমবার সকালে আমি শহরের বোতলাপাড়ার বাসায় ছিলাম। বৃষ্টির কারণে মন্দিরে আসতে দেরি হচ্ছিল। এ সময় মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত আমাকে জানায় হলুদ খামে ভরা একটি চিঠি এসেছে। এরপর আমি মন্দিরে এসে চিঠিটি খুলে দেখি কে বা কারা আমাকে হত্যার হুমকি ও ২০ হাজার টাকা চাওয়া হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার ওসিকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পুরোহিত একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।