নতুন চেয়ারম্যান সাবেক সচিব ইকবাল মাহমুদ ও কমিশনার অবসারপ্রাপ্ত জেলা জজ এএফএম আমিনুল ইসলাম সোমবার সকালে দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন নতুন চেয়ারম্যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান বলেন, অর্থ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক ও র্যাবের তদন্তের প্রতি নজর রাখা হচ্ছে। তিনি বলেন, ‘রিজার্ভের অর্থ চুরি নিঃসন্দেহে একটি ভয়াবহ ঘটনা। এই ঘটনার প্রতি আমাদের দৃষ্টি রয়েছে।’
মতবিনিময়ে নতুন চেয়ারম্যান বলেন, আমরা ওই রকম কাজ করতে চাই না- যে কাজে ফল আসবে না। যারা দুর্নীতি করবে দুদক হবে তাদের জন্য আতঙ্কের। আর যারা দুর্নীতি করবে না তাদের জন্য হবে বটবৃক্ষ। বক্তব্যের এক পর্যায়ে হাততালি দেওয়া হলে ইকবাল মাহমুদ বলেন, হাততালি দেবেন না প্লিজ। হাততালি আমি পছন্দ করি না। ওয়েলিং আমার পছন্দ না।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, মানুষ দুদককে বিশ্বাস করে না। এখানে যারা কাজ করে তাদের বিশ্বাস করে না। অর্থাৎ কাজের ক্ষেত্রে নিজের ঘরই ঠিক নেই। এই ঘর ঠিক করতে হবে। এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের যারা দুর্নীতি করতে চান, যারা দুর্নীতিবাজ তাদের জন্য দুদক হবে আতঙ্কের। তবে হয়রানির জন্য কাউকে নোটিশ দেবেন না। ভয় দেখাবেন না।
তিনি বলেন, জেলে ভরা, মানুষকে হয়রানি করা আমাদের কাজ নয়। ভয় দিয়ে জয় করা যায় না। দুর্নীতি দমনে মামলাই সমাধান নয়। দুর্নীতি দমনের পাশাপাশি সারাদেশে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।
নতুন চেয়ারম্যান ও কমিশনার সোমবার অফিস শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় যান।