সাভারে কৃষক হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন
অগ্রসর প্রতিনিধি : সাভারের ঘাসিরদিয়া গ্রামে কৃষক মো. সেলিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।
ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা সোমবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজার রায় শুনে আসামি কুজরত আলি, আব্দুর রউফ, মো. ওয়াজউদ্দিন ও সেলামউদ্দিন কান্নায় ভেঙে পড়েন। চার আসামিই মামলার শুনানির সময় জামিনে ছিলেন। রায়ের পর তাদের কারাগারে নেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৫ জুলাই ঘাসিরদিয়া গুদারাঘাট এলাকায় নৌকায় বসে মদ পান করান তারা। পরে সেলিমকে শ্বাসরোধ করে খুন করে দণ্ডিতরা। মরিচারটেক খালের পারে তার লাশ ফেলে রাখা হয়।