স্টাফ রিপোর্টার: সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর ২০০৪ সালে সিলেটে গ্রেনেড হামলার ঘটনায় জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ৩ আসামীর ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে আনা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করে।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহিদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদন্ড দেয়। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান এবং মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জানদালকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।
২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (রহ:) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হন। ঘটনার দিন সিলেট কোতয়ালী থানা পুলিশ মামলা দায়ের করে। ২০০৭ সালের ৩১ জুলাই আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।