বগুড়া প্রতিনিধি- বগুড়ায় মাদকদ্রব্য বিক্রয়ের দায়ে মাদক ব্যবসায়ীর দুইবছর কারাদন্ড ও সেবনের দায়ে একজনকে ৭দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমী এ আদেশ দেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, বগুড়া সদর থানার এসআই জব্বার হোসেন ও এসআই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ শহরের বনানী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের প্রস্তুতিকালে মাদক ব্যবসায়ী ও এক সেবনকারিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য বিক্রয়ের দায়ে মাদক ব্যবসায়ীর দুইবছর কারাদন্ড ও সেবনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমী।
এ প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমী জানান, যেকোন মূল্যে মাদক নির্মূলে জেলা প্রশাসন সব সময় সজাগ রয়েছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারি যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।