স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনাবাহী মনীষী হিসেবে অভিহিত করে বলেছেন, বাংলা সাহিত্যে তাঁর অবদান চির অম্লান।
রাষ্ট্রপতি বলেন, তিনি আমাদের সাহিত্যে আধুনিকতার জনক। সৃষ্টিশীলতায় তিনি শিখরস্পর্শী। তাঁর অমর সৃষ্টি সমৃদ্ধ করেছে আমাদের ভাষা ও সাহিত্যকে।
তিনি আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন।
বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারি এই কবির জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মাইকেল মধুসূদন দত্তের ‘সনেট’ এবং ‘অমিত্রাক্ষর ছন্দ’ বাংলা সাহিত্যের ভা-ারকে সমৃদ্ধ করেছে।
স্বদেশের প্রতি তাঁর ভালবাসা চতুর্দশপদী কবিতায় প্রদীপ্তভাবে প্রস্ফুটিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাচ্য এবং পাশ্চাত্যকে সাহিত্যের মাধ্যমে এক সূত্রে গেঁথে দিয়েছেন এই মহাকবি। তাঁর এই কালজয়ী সৃষ্টি বাংলা সাহিত্যের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
আবদুল হামিদ এ কবির জন্মজয়ন্তী ও ‘মধুমেলা-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।