স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজি রফিকুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের তথ্য জানান।
এছাড়াও তারা এইউএসটি’তে আইসিটি সহ অন্যান্য নতুন-নতুন বিভাগ চালু করার ব্যাপারে কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে রাষ্ট্রপতিকে জানান।
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী পাঠ্যক্রম চালু করার জন্য রাষ্ট্রপতি প্রতিনিধি দলের সদস্যদের উপদেশ দিয়েছেন।
এসময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।