অগ্রসর রিপোর্ট : জেলা প্রশাসক সম্মেলন রোববার (১৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। সম্মেলনে তিনশোরও বেশি প্রস্তাব তুলে ধরা হবে সরকারের নীতি নির্ধারকদের কাছে। সে প্রস্তাবে পুলিশসহ জেলার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বার্ষিক গোপনীয় প্রতিবেদনের দায়িত্ব চাওয়া, একই সঙ্গে পুলিশের কার্যক্রম মূল্যায়নের দায়িত্বও ডিসিরা চাইবেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এরপর দুপুর সোয়া ২ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে মূল আলোচনা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা অনুষ্ঠিত হবে।
নিয়ম অনুযায়ী সম্মেলনের আগেই জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের সমস্যা সমাধান ও চ্যালেঞ্জ উত্তরণে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠান। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ প্রস্তাবগুলো নিয়ে সম্মেলনে কার্য-অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা হয়। আলোচনার পর মন্ত্রণালয় ও বিভাগগুলো যে প্রস্তাব বাস্তবায়নযোগ্য মনে করবে সেগুলো বাস্তবায়নে পদক্ষেপ নিয়ে থাকে।
এবার দেশের সকল জেলা প্রশাসকদের কাছ থেকে ৩ শতাধিক প্রস্তাব এসেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র। যা সম্মেলনে উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে। সেসব প্রস্তাবে ডিসিদের অধীনে বিশেষ ফোর্স গঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় সার্বক্ষণিক আনসার নিয়োগের প্রস্তাবও থাকছে।
প্রস্তাবে মোটা দাগে আরও থাকছে, ভূমি ব্যবস্থাপনা, ইজাড়া, জলমহাল, বালুমহাল,মৎস আহরণ, টেঁটা যুদ্ধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় নরসিংদীর ছয়টি ইউনিয়ন নিয়ে আলাদা থানা গঠন, মোবাইল কোর্ট আইনের বিধিমালা তৈরি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তব্যরত অবস্থায় বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা, দুর্যোগ ব্যবস্থাপনার মত জনগুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে মুখোমুখি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এবারের জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।