অগ্রসর রিপোর্ট : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইদিন ডিবি ও দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়- মাসুদ বিশ্বাস নিজ নামে এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া অর্থপাচারেরও আরও বেশকিছু অভিযোগ রয়েছে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে দুদকে আনা হবে।
স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের উড়োজাহাজ কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগটি ঘুষের বিনিময়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে না পাঠানোর অভিযোগ আছে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে।
তাছাড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের ব্যাংক থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা লুটপাটসহ আর্থিক অনিয়মের প্রতিবেদন নিয়ে নয়ছয়ের অভিযোগ বেশ পুরনো।