অগ্রসর রিপোর্ট: আগ্রাসন চালানোর মধ্যেই দক্ষিণ লেবাননে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীকে প্রত্যাহার করে নিতে জাতিসংঘ মহাসচিবকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যথায় যুদ্ধের মধ্যে পড়ে শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন তিনি।
ইসরায়েলের সঙ্গে সীমান্ত নিরাপত্তায় লেবাননে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের ১০ হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।
রবিবার জাতিসংঘকে অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নেতানিয়াহু। তার অভিযোগ, হিজবুল্লাহর যোদ্ধারা শান্তিরক্ষী বাহিনীকে ‘ঢাল’ হিসাবে ব্যবহার করছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বক্তব্য এমন সময় এসেছে যখন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী বলছে যে, দুটি ইসরায়েলি ম্যারকাভা ট্যাঙ্ক রবিবার ভোর সাড়ে চারটায় ইউনিফিলের ঘাঁটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ট্যাঙ্কগুলি ৪৫ মিনিটের পরে চলে যায়। এর প্রায় দুই ঘণ্টা পরে, ইসরায়েলে বাহিনী ১০০ মিটার দূরে অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়া ছাড়ে। এর ফলে ১৫ শান্তিরক্ষী সৈন্যের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হয়।
শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে এভাবে আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে ব্যাখ্যা চাইলেও এতে সাড়া দেয়নি তারা।
এরপরই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সম্বোধন করে নেতানিয়াহু হিব্রু ভাষার বার্তায় বলেন, ‘এখন সময় এসেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এবং যুদ্ধের এলাকা থেকে ইউনিফিল সেনাদের প্রত্যাহার করার।’
ইংরেজিতে দেওয়া এক ভিডিও বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘মহাসচিব, ইউনিফিল বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে দিন। এটা এখনই করা উচিত, অবিলম্বে।’
নেতানিয়াহু বলেন, ‘ইউনিফিল সৈন্যদের সরিয়ে নিতে আপনার অস্বীকৃতি তাদের হিজবুল্লাহর জিম্মি করে তোলে। এটি তাদের এবং আমাদের সৈন্যদের জীবনকে বিপন্ন করে। তাদের নিরাপদ রাখার উপায় হলো বিপদের অঞ্চল থেকে তাদের বের করে আনা।’
ইউনিফিল বলেছে যে ইসরায়েলি সামরিক বাহিনী “ইচ্ছাকৃতভাবে” নাকোরার সদরদপ্তরসহ বেশ কয়েকটি ইউনিফিল পোস্টে আঘাত করেছে। অন্তত পাঁচজন ইউনিফিল সৈন্য হাল্কাভাবে আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে ইতালি, ফ্রান্সসহ অনেক দেশ।
ইউনিফিল দক্ষিণ লেবাননে কথিত ব্লু লাইন- লেবানন থেকে ইসরায়েল এবং ইসরায়েল-অধিকৃত গোলান হাইটস এবং উত্তরে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) লিতানি নদী থেকে বিচ্ছিন্ন বেসরকারি সীমানার মধ্যে কাজ করছে।