অগ্রসর রিপোর্ট: সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনে সহকর্মী হারানোর বেদনা, কর্মস্থলে অগ্নিসংযোগসহ সকল ধরনের ক্ষত কাটিয়ে ফের স্বাভাবিক হয়ে উঠছে দেশবাসীর নিরাপত্তায় নিয়োজিত থানা-পুলিশের কার্যক্রম। বৃহস্পতিবার নাগাদ দেশের সব থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, দেশের ৬৩৯টি থানার সবগুলোতেই অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।