অগ্রসর রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে আগামী ৫, ৬ ও ৭ আগস্ট (সোম, মঙ্গল ও বুধবার) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।এসময় দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে গত ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।
তিন দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত ২৪ জুলাই থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। পরে রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।