অগ্রসর রিপোর্ট: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে মুক্তি পান তারা।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বদরুল ইসলাম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে ভোরে ফোন করে হেফাজতে থাকা সমন্বয়কদের পরিবারকে আসতে বলা হয় বলে ডিবি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদাপোশাকে তুলে নেওয়া হয়। এরপর ২৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)। ডিবির দাবি, তাদেরকে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।