অগ্রসর রিপোর্ট: নির্বাহী আদেশে যেকোনো সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যেকোনো মুহূর্তে।
তিনি আরও বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল৷ মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল মানুষ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে৷ এটা সাধারণ মানুষের দাবি ছিল৷ এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিল৷
কোটা সংস্কার আন্দোলন ঘিরে জামায়াত-শিবিরই ধ্বংসযজ্ঞ চালিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত-শিবির। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে সোমবার ১৪ দলের বৈঠকে জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তে একমত হন ১৪ দলের নেতারা।
পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। বুধবারই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।