অগ্রসর রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো– রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, রংপুর ও গাজীপুর।
মঙ্গলবার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।’
এর মধ্যে ঢাকায় ৬ এবং রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করে।
রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হবে।’
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় কোটা সংস্কার আন্দোলনরতদের সাথে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম ও পথচারীর নাম মো. ফারুক। তাছাড়া রাজধানীর ঢাকা কলেজের সামনে সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।