অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সারা পৃথিবীতে প্রশংসা ও সুনাম অর্জন করছে বাংলাদেশ সেনাবাহিনী।”তিনি বলেন, “বাংলাদেশের সেনা সদস্যরা শান্তিরক্ষা মিশনে গৌরবের সঙ্গে কাজ করছে।”
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সংর্বধনা ও স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বে সংঘাত প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠান, বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে শান্তিরক্ষি বাহিনী।”
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেকোনো চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে।”
এসময় তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নারীর সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান।