স্টাফ রিপোর্টার: জেলার কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. আছমত বেপারী (৫৪) মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছমত বেপারী পৌর এলাকার লক্ষ্মীপুর পখিরা গ্রামের কোব্বাছ বেপারীর ছেলে।
কালকিনি থানার এসআই জসিম উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আছমত বেপারীকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আছমত বেপারী (ডালিম), হারুন মৃধা (উটপাখি), দেলোয়ার হাওলাদার (পাঞ্জাবি) প্রার্থী ছিলেন । তাদের মধ্যে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আছমত বেপারী মারা যাওয়ায় ৩০ ডিসেম্বর কাউন্সিলরদের ভোট স্থগিত করা হয়েছে।
এদিকে, তার অকাল মৃত্যুতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল শোক প্রকাশ করেছেন।