স্টাফ রিপোর্টার: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটি ২০১৬ নির্বাচনে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আখতারুজ্জামান লাবলু সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব আলম লাবলু নির্বাচিত হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনে রবিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার সাকির আহমদ ফলাফল ঘোষণা করেন। তৌহিদুর রহমান ও আনিসুর রহমান আনিস নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে আখতারুজ্জামান লাবলু ভোট পেয়েছেন ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডেইলি সানের সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৮৫ ভোট। মির্জা মেহেদী তমাল ১০৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাব্বির মাহমুদ পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব আলম লাবলু পেয়েছেন ১০৩ ভোট। ৫৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইনকিলাবের সিনিয়র রিপোর্টার উমর ফারুক আল হাদি।
এ ছাড়া ১৩৬ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন মো. মামিন হোসেন। ৬০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অখিল কুমার পোদ্দার। ১২৫ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন এম এম বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুজ্জামান লাবু পান ৭৩ ভোট। ১০৪ ভোট পেয়ে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হন মমতাজ উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন আলম পান ৮৬ ভোট। ১১১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন হন জাহাঙ্গীর হোসেন বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার হানিফ রাজা ৭৩ ভোট পান। ১২৭ ভোট পেয়ে দফতর সম্পাদক নির্বাচিত হন আযিযুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম ইসমাইল হুসাইন ইমু পান ৬১ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— আমিনুল ইসলাম (১৪৩ ভোট), শাহিন আবদুল বারী (১১৫ ভোট) ও মো. এমদাদুল হক খান (৯৪ ভোট)।
অর্থ সম্পাদক পদে এস এম দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মামুনূর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।