স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের এবং দেশের জনগণের কল্যাণে মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর জন্য প্রাক্তন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, আপনাদের প্রতি জাতির প্রত্যাশা হচ্ছে যে, দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আপনারা অব্যাহতভাবে কাজ করে যাবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সিলেট ক্যাডেট কলেজে আয়োজিত ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর ৭ম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।
রাষ্ট্রপতি ‘ভিশন-২০২১ এবং ২০৪১’ বাস্তবায়নে ভূমিকা রাখতে এসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এ সব পরিকল্পনা গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি দেশের ক্যাডেট কলেজগুলোকে শিক্ষার আদর্শ স্থান হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে নিয়মিত শিক্ষা কর্মকান্ডের পাশাপাশি নিয়মিত পাঠ্য কার্যক্রম বহির্ভুত কর্মকা- পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, আমি মনে করি- যারা ক্যাডেট কলেজে লেখাপড়া করার সুযোগ পান, তারা খুবই ভাগ্যবান। আগ্রহ ও সামর্থ থাকা সত্ত্বেও, কঠিন প্রতিযোগিতার কারণে অনেকে শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না।
তিনি শিক্ষকদের উল্লেখ করে বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আমার বিশ্বাস তরুণ ক্যাডেটরা আপনাদের ঘনিষ্ট সাহচর্যে থেকে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. সাইফুর রহমান এবং ওকাস সভাপতি শাহনুর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি ক্যাডেটদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের একটি ডিসপ্লে প্রত্যক্ষ করেন। তিনি অনুষ্ঠান একটি কেকও কাটেন।
রাষ্ট্রপতি এরআগে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরানের (র.) মাজার পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি প্রথমে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রা.)-এর মাজার পরিদর্শন করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ এবং দেশবাসী এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে পরিচালিত বিশেষ মোনাজাতে অংশ গ্রহন করেন।
পরে তিনি হযরত শাহ পরান (রা.)-এর মাজারে যান এবং সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ গ্রহন করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।