স্টাফ রিপোর্টার: মিরপুর-১ এর ‘এ’ ব্লকের একটি ভবনে সন্দেহভাজন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব-পুলিশ ও গোয়েন্দারা। অভিযানে জেএমবির সক্রিয় সদস্যসহ মোট সাতজনকে আটক করা হয়। এ ছাড়া ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
পরে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার করা বিস্ফোরক দিয়ে আরও প্রায় ২০০টি গ্রেনেড তৈরি করা যেত বলে গোয়েন্দারা জানান।
বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত চলে।
ঘটনাস্থল থেকে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।